অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে সহজ গ্রুপে বাংলাদেশ!

ঢাকায় গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠান
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশের ছেলেরা। সাত জাতি টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল এবং স্বাগতিক শ্রীলঙ্কা।

আজ (রোববার, ২০ জুলাই) ঢাকায় ড্র অনুষ্ঠানে নির্ধারিত হয় গ্রুপ। যেখানে ‘এ’ গ্রুপে আছে তিন দল। ‘বি’ গ্রুপে গত আসরের চ্যাম্পিয়ন ভারত খেলবে পাকিস্তান, নেপাল এবং মালদ্বীপের বিপক্ষে। 

এই গ্রুপে হবে মোট ৬টি। আর বাংলাদেশের গ্রুপে ম্যাচ হবে তিনটি। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে। অনূর্ধ্ব-১৭ এর বয়সভিত্তিক এ আসরের বর্তমান রানার-আপ বাংলাদেশ।

সবশেষ আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কার কলম্বোতে এবারের আসর শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।

এসএইচ