প্রথমবারের মতো এশিয়ান কাপে নারী ফুটবল দল, নামছে মাঠে আজ

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা
ফুটবল
এখন মাঠে
0

জাতীয় দলের পর বয়স ভিত্তিকেও বাংলাদেশের নারী ফুটবল দলের স্বপ্ন এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা। সেই লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে আজ (বুধবার, ৬ আগস্ট) সন্ধ্যায় স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের আগে কোচ ও অধিনায়কও জানিয়েছেন লক্ষ্য ও প্রত্যাশার কথা।

নিয়মিত সাফল্যে নিজেদের সমৃদ্ধ করছেন বাংলাদেশের নারী দলের ফুটবলাররা। সাফ জয়ের পর এশিয়ান কাপের মতো মঞ্চে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন, বাংলাদেশের ফুটবলকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।

সিনিয়র দলের সাথে পাল্লা দিয়ে জুনিয়র দলের নারীরাও এনে দিচ্ছেন সাফল্য। যার শেষটা ছিল সদ্য সমাপ্ত হওয়া অনূর্ধ্ব ২০ নারী দলের সাফে বাংলাদেশের শিরোপা জয়। যেখানে অপ্রতিরোধ্য এক বাংলাদেশকে দেখেছে পুরো দক্ষিণ এশিয়া।

বয়স ভিত্তিক এই দলটাই এখন অবস্থান করছে লাওসে। লক্ষ্য অনূর্ধ্ব ২০ এশিয়া কাপে কোয়ালিফাই করা। গ্রুপ এইচে থাকা আফঈদারা লড়বে স্বাগতিক লাওস, পূর্ব তিমুর ও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের মেয়েরা লড়বে স্বাগতিক লাওসের বিপক্ষে। টানা অনুশীলনে এই ম্যাচের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত রেখেছে বাংলাদেশ। কোচ জানালেন অন্যান্য দলের তুলনায় পিছিয়ে থাকলেও নিজেদের সেরাটা দিয়েই কোয়ালিফাই করতে মরিয়া আফঈদারা।

আরও পড়ুন:

অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বলেন, ‘আমাদের লক্ষ্য ইতিবাচক প্রভাব তৈরি করা। আমার মনে হয় কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি যেমন কোরিয়ার পেশাদারিত্ব, খেলোয়াড়দের মান আমাদের থেকে অনেক বেশি। তবে আমরা আবার শুরু করেছি। আগেই জাতীয় দলের মেয়েরা এশিয়ান কাপে কোয়ালিফাই করার মাধ্যমে লক্ষ্য পূরন করেছে। যা মার্চে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টটা ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনূর্ধ্ব ২০ স্তরের মেয়েরা অগ্রগতিতে কোথায় আছে তা বোঝার জন্য।’

সাধারণভাবেই নিজেদের লক্ষ্যের কথা জানালেন অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, ‘কোয়ালিফাই করার জন্য আমরা আমাদের সর্বচ্চো চেষ্টা করবো। আমরা যেন ভালো খেলতে পারি প্রতিটা ম্যাচেই।’

জাতীয় দল আগেই নিজেদের সামর্থ্য দেখিয়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে্। এবার পালা জুনিয়রদের। দাপট দেখিয়ে বয়স ভিত্তিকের এশিয়ান কাপে জায়গা করে নেবে দেশের মেয়েরা এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের।

ইএ