উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম

পিএসজি ও টটেনহ্যাম
ফুটবল
এখন মাঠে
0

মৌসুমের প্রথম বড় ট্রফি উয়েফা সুপার কাপ ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেইন্ট জার্মেইের (পিএসজি) মুখোমুখি ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্প্যার। ইউরোপ সেরারা চাইবে ১ বর্ষপঞ্জিতে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলতে। চ্যাম্পিয়ন লিগ জিতলেও ক্লাব বিশ্বকাপে তাদের জোটে হতাশা। অন্যদিকে এক দশকের বেশি সময় পর প্রথম ইউরোপীয় ট্রফি জেতে টটেনহ্যাম। তবে প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ছিল তলানীতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।

নতুন মৌসুমে নতুন উন্মাদনা। দুই চ্যাম্পিয়নের লড়াই। এক দল ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন। আরেক দল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পার। ইউরোপ সেরাদের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। নতুন ফ্রেঞ্চ টিনএজার দিজেরে দুইয়ে করেছিলেন জোড়া গোল সাথে ছিল একটি অ্যাসিস্ট। অন্যদিকে ইউরোপা লিগে ব্রেন্নান জনসনের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল টটেনহ্যাম।

গেল বছর ইতালিয়ান কাপ আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো সুপার কাপের শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। গেলো ১১ বছরে ৫ বার এই ট্রফি জিতে সবার উপরে লস ব্লাঙ্কোস।

ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির বিপক্ষে লাল কার্ড দেখায় মিডফিল্ডার জোয়াও নেভেসকে ফাইনালে পাবেনা পিএসজি। আগের ফাইনালে উইলিয়ান পাচো ও লুকাস হার্নান্দেজ সাসপেনশনে থাকলেও ফিরতে পারেন এই ম্যাচে। এছাড়া গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকেও এই ম্যাচ থেকে বাদ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। খুব শীঘ্রই ক্লাব ছাড়ছেন তিনি।

টটেনহ্যামে এসিএল চোটে দল থেকে ছিটকে গেছেন জেমস ম্যাডিসন। কুলুসেভস্কি ,ড্রাগুসিন ও সোলাঙ্কিরা থাকবেন সাইডবেঞ্চে। ফাইনাল ম্যাচে অনিশ্চিত উদোগিও। এছাড়া গেলো সপ্তাহে নিয়মিত অধিনায়ক সন হিউং মিন ও ছেড়ে গেছেন ক্লাব।

সুপার কাপ বিজয়ীরা পাবেন ৫ মিলিয়ন ইউরো প্রাইজমানি। রানার আপ দলের জন্য থাকছে ৪ মিনিয়ন ইউরো। ইতালির উদিনে শহরে ব্লু এনার্জি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ১টায়।

সেজু