২৭ বছর বয়সী লুইজ গত বছর অ্যাস্টন ভিলা ছেড়ে ৪৩ মিলিয়ন পাউন্ডে ৫ বছরের জন্য ইতালির ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৪ ম্যাচ খেলেছেন এ ব্রাজিলিয়ান। ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৯ গোল করেন লুইজ। এরপরই লন্ডন ছেড়ে ইতালি পাড়ি জমান তিনি।
এর আগে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে আসেন ডগলাস লুইস। দু'বছর ধারে জিরোনাতে খেলার পর অ্যাস্টন ভিলায় যোগ দেন এই ব্রাজিলিয়ান। লুইজ ব্রাজিলের জার্সিতে ১৮ ম্যাচ খেলেছেন এবং ২০২১ সালে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন।