মৌসুমের শুরুতে রিয়ালের দুইয়ে দুই; য়্যুভেন্তাসের জয়ের দিনে ম্যান ইউয়ের হার

ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেষ্টার ইউনাইটেড ও য়্যুভেন্তাস
ফুটবল
এখন মাঠে
0

লা লিগাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ‘শনির দশা’ যেন কাটছেই না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা দুই ম্যাচে জয়হীন দলটি। ইতালিয়ান সিরি-আতে য়্যুভেন্তাসের মৌসুমের শুরুটা হলো জয় দিয়েই।

গত মৌসুমে কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাই কোচ বদল থেকে শুরু করে দল সাজাতে মোটা অংকের অর্থ খরচ করেছে ফ্লোরেন্তিনো পেরেজের রিয়াল মাদ্রিদ। লক্ষ্য একটাই, শিরোপা ঘরে তোলা।

পেরেজের সেই লক্ষ্যেই লা লিগার নতুন মৌসুম দুর্দান্ত শুরু করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। সুপার সানডেতে রিয়াল ওভেইদাকে ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

প্রায় ২৫ বছর পর লা লিগাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে ওভেইদা। ঘরের মাঠ হওয়ায় প্রত্যাশা ছিল বেশি। প্রথমার্ধে যা ভালোই পূরণ করেন দলের ফুটবলাররা। রিয়ালের দুর্দান্ত সব আক্রমণ ঠেকিয়ে ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোল পাওয়া থেকে বিরত রাখে ওভেইদার রক্ষণভাগ।

আরও পড়ুন:

ম্যাচের ৩৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লস ব্ল্যাঙ্কোসরা।

বিরতির পরও ওভেইদার ‘বাস পার্কিংয়ে’ তেমন সুবিধা করতে পারছিল না রিয়াল। ম্যাচের দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয় ৮৬ মিনিট পর্যন্ত। আবারও গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ভিনিসিয়াসের গোলে ব্যবধান তিনগুন করে রিয়াল। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিনি-এমবাপ্পেরা।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে হারের পর এবার ফুলহ্যামের বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো রুবেন আমোরিমের শিষ্যদের।

ইতালিয়ান সিরি-আতে জয় দিয়ে মৌসুম শুরু করেছে য়্যুভেন্তাস। ঘরের মাঠে এদিন পারমাকে ২-০ গোলে হারিয়েছে দলটি। গোল পেয়েছেন জোনাথান ডেভিড ও দুসান ভ্লাহোভিচ।

এসএইচ