চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুমের লিগ পর্বের ড্র ২৮ আগস্ট

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নাম ফলক
ফুটবল
এখন মাঠে
0

ফ্রান্সের ঐতিহাসিক মোনাকো শহরের গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে এবারও ইউরোপের সেরা ৩৬টি ক্লাব নিয়ে হবে চ্যাম্পিয়নস লিগের আসর। টুর্নামেন্টটিতে এরই মধ্যে ২৯ দল তাদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব শেষে যোগ দেবে আরও ৭টি দল।

অপেক্ষার পালা শেষে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগ ফিরছে আবারও। যার অংশ হিসেবে ২০২৫-২৬ মৌসুমের ড্র অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার।

ফ্রান্সের ঐতিহাসিক মোনাকোর গ্রিমালদো ফোরামে আয়োজিত হবে এবারের লিগ পর্বের ড্র অনুষ্ঠান। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে কর্তৃপক্ষ।

গেলো আসরের মতো এবারও চ্যাম্পিয়নস লিগে দল থাকছে ৩৬টি। এখন পর্যন্ত ২৯টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। বাকি ৭টি দল আসবে বাছাইপর্বের ম্যাচগুলো শেষ হলে।

৩৬ দল নিয়ে হবে চারটি পট। প্রত্যেক পট থেকে দু’টি দলের সঙ্গে খেলতে হবে। অর্থাৎ নতুন নিয়মে সিংগেল লিগ ফরম্যাটে এবারও গ্রুপপর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ।

আরও পড়ুন:

এর মধ্যে ঘরের মাঠে চারটি আর প্রতিপক্ষের মাঠে চারটি ম্যাচ খেলতে হবে সবগুলো দলকে। গ্রুপপর্বে একই দলের সঙ্গে দুইবার খেলার কোনো সুযোগ থাকছে না।

পয়েন্ট তালিকায় শীর্ষ আটটি দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে। আর ৯ থেকে ২৪তম দল খেলবে প্লে-অফে। এখানে দুই লেগ মিলিয়ে যারা এগিয়ে থাকবে তারা প্রথম আট দলের সঙ্গে যোগ দেবে শেষ ষোলোর লড়াইয়ে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন এ নিয়মে প্রত্যেক দলকেই লড়তে হবে একধিক শক্ত প্রতিপক্ষের বিপক্ষে। তাই খুব সহজেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে না।

দিন যত ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ততই বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে উৎকণ্ঠাও। প্রিয় দলের প্রতিপক্ষ কারা হবে সেদিকেই তাকিয়ে থাকবেন সবাই। কে হবে ইউরোপিয়ান ফুটবলের রাজা, তা দেখার অপেক্ষা এখন।

এসএইচ