তুরিনোর বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের লিগ মৌসুম শুরু করেছে ইন্টার। আর তাতে ৫-০ গোলের দারুণ এক জয় পেয়েছে ক্রিশ্চিয়ান চিভুর দল। ম্যাচের ১৮ মিনিয়েই ডিফেন্ডার বাস্তোনি গোল করে এগিয়ে দেন ইন্টার মিলানকে।
আরও পড়ুন:
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধে তুরিনোর জালে একে একে গোল করেন লাউতারো মার্তিনেজ, থুরাম এবং ইওয়ান বনি। বড় এই জয়ের সুবাদে গোল ব্যবধানে টেবিলের শীর্ষে আছে ইন্টার।
অন্যদিকে লা লিগার ম্যাচে সেভিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখেছে। হেতাফের বিপক্ষে ম্যাচে শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও আদ্রিয়ান লিসোর জোড়া গোলে ২-১ ব্যবধানে হারতে হয় তাদের।