সাফে নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল

অনূর্ধ্ব-১৭ নারী দল
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে আজ (বুধবার, ২৭ আগস্ট) বিকেলে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

চার জাতির এবারের সাফে এখন পর্যন্ত ৩ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। শিরোপা পেতে ফিরতি পর্বের তিন ম্যাচেই বাংলাদেশের বড় ব্যবধানে জয় দরকার। সেই লক্ষে প্রথম বাধা নেপাল নারী দল।

আরও পড়ুন:

দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। এর আগে নেপালকে হারানোর সুখস্মৃতি থাকলেও টুর্নামেন্টের এই পর্যায়ে এসে নতুন ভুল করতে নারাজ মাহবুবুর রহমানের শিষ্যরা। নেপালের বিপক্ষে ম্যাচে তাই বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।

সেজু