যেতে নাহি দিবো হায় তবুও যেতে দিতে হয়, তবু চলে যায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছেন লিওনেল মেসি। এই সময়টা রাঙিয়ে রাখতে এবং শেষটা স্বজনদের নিয়ে উপভোগ করতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।
লিওনেল মেসি এখনও অবসরের পরিকল্পনা ঘোষণা করেননি। তবে আগামী সপ্তাহের ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জাতীয় দলের সাথে বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে হতে পারে তার শেষ ম্যাচ। এই লড়াই-ই বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ। ফুটবলের এই মহানায়ক নিজেই সেটা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
মেসি বলেন, ‘এটা আমার জন্য খুব বিশেষ এক ম্যাচ হতে যাচ্ছে। আমি জানি না, এরপর কোনো প্রীতি ম্যাচ হবে কি-না। তাই আমার পরিবার- স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা ও স্ত্রীর পুরো পরিবার উপস্থিত থাকবে।’
আগামী বছরের বিশ্বকাপে এরইমধ্যেই জায়গা নিশ্চিত করে রাখা আর্জেন্টিনা আগামী বৃহস্পতিবার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শেষ রাউন্ডের জন্য ভেনেজুয়েলার আতিথ্য নেবে। তাদের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে।
মেসির ইঙ্গিত স্পষ্ট, আগামী বছরের বিশ্বকাপের পরে জাতীয় দল থেকে অবসর নেবেন তিনি। ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, যখন এই ফুটবল তারকার বয়স হবে ৪০। মেসির এই বক্তব্যের পর, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে ‘লাস্ট ডান্স ইজ কামিং’।
এদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মেসির শেষ হোম ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে যার মধ্যে সবচেয়ে সস্তা টিকেটের দাম ১০০ ডলার এবং সবচেয়ে ব্যয়বহুলটির দাম প্রায় ৫০০ ডলার।