এবারের দলবদলে সবচেয়ে আলোচিত নাম নিউক্যাসেল ইউনাইটেড। শেষ সময়ে এসে জার্মান স্ট্রাইকার নিক ভোল্টমেডের জন্য ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ৯০ মিলিয়ন ইউরো খরচ করেছে তারা।
আরও পড়ুন:
তরুণ এ স্ট্রাইকারকে তারা দলে টেনেছে স্টুটগার্ট থেকে। ব্যস্ত সময় পার করেছে চেলসিও। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৭ বছরের চুক্তিতে তরুণ আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে দলে টেনেছে তারা।
একইদিনে ক্লাব ছেড়েছেন ক্রিস্টোফার এনকুনকু। চেলসি ছেড়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যাচ্ছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এছাড়া ডাচ স্ট্রাইকার জাভি সিমন্সকে ৬০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে আছে টটেনহ্যাম।