আল নাসরের জয়ে ইতিহাস গড়লেন রোনালদো

রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

সৌদি প্রো লিগে আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৫–০ গোলে জিতেছে আল নাসর। খেলার শুরুতেই মাত্র সাত মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। পেনাল্টি থেকে গোল পেয়েছেন রোনালদোও।

এরপর ৬৭ ও ৮৭ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে তুলে নেন হ্যাটট্রিক। এর মাঝে এক মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো ও আল নাসরের আরেক নতুন খেলোয়াড় কোমান।

লিগে অভিষেকে হ্যাটট্রিক করেন চেলসি থেকে গত মাসে আল নাসরে যোগ দেয়া ফেলিক্স।

আরও পড়ুন:

এই ম্যাচে গোল করে অনন্য এক কীর্তি গড়েন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করলেন সিআরসেভেন।

সেজু