লিওনেল মেসি: দুর্ভাগ্য আর সাফল্যের রসায়নে মোড়ানো এক ফুটবল জাদুকর

লিওনেল মেসি
ফুটবল
এখন মাঠে
0

আর্জেন্টিনার আকাশী-সাদা, বার্সেলোনার মেরুন-নীল, পিএসজির নীল কিংবা ইন্টার মায়ামির গোলাপি। জার্সির রঙ বদলেছে, তবে লিওনেল মেসির ক্যারিয়ার থেকে দুর্ভাগ্য আর সাফল্যের রসায়নটা সরেনি কখনোই। একদিকে ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতা খেলোয়াড় হয়েছেন। আবার সইতে হয়েছে সবচেয়ে বেশি ফাইনালে হারের যন্ত্রণাও। যার সবশেষটা এসেছে ২০২৫ সালের লিগস কাপের ফাইনাল থেকে।

ফুটবল বিশ্বে যত অর্জন সবই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। জার্সির রঙ যেমনই হোক, মেসি সাফল্য পেয়েছেন সবখানেই। পৃথিবীর ৫ মহাদেশ থেকে শিরোপা উঁচিয়ে ধরেছেন এ লিটল ম্যাজিশিয়ান। তবে মুদ্রার বিপরীত পিঠও দেখেছেন তিনি। ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল হারের যন্ত্রণাও সইতে হয়েছে তাকে।

সোমবার সকালে সিয়াটল সাউন্ডার্সে কাছে ৩-০ ব্যবধানের বড় হারই সইতে হয়েছে লিওনেল মেসির দলকে। আর্জেন্টাইন এ তারকার জন্য এটিই যৌথভাবে ফাইনালের সবচেয়ে বড় হার। এর আগে ২০০৬ সালে সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ ফাইনালে এবং ২০০৭ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ৩-০ ব্যবধানেই হারতে হয়েছিল মেসিকে।

মেসির সবচেয়ে বড় হার |ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

সিয়াটলের কাছে এ হার মেসির ক্যারিয়ারের ১৩তম ফাইনাল হার। ইতিহাসেও যা সর্বোচ্চই বটে। এর আগে সর্বোচ্চ ১২ ফাইনাল হেরেছিলেন মেসিরই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এ স্ট্রাইকার গেল সপ্তাহেই নিজের ১২তম ফাইনাল হারেন আল-আহলির বিপক্ষে। এছাড়া ১১ ফাইনাল হেরেছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ এবং বর্তমান ক্লাব কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো।

অবশ্য ফাইনাল হারের যন্ত্রণার পাশাপাশি শিরোপার উৎসবটাও সবার চেয়ে বেশিই করেছেন লিওনেল মেসি। ফুটবলের ইতিহাসে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। সব মিলিয়ে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের ট্রফি ক্যাবিনেটে আছে ৪৬ শিরোপা। দুইয়ে থাকা ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের শিরোপা ৪১টি। বর্তমানে খেলছেন এমন তারকাদের মধ্যে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন লিও।

সবচেয়ে বেশি শিরোপা |ছবি: সংগৃহীত

ফাইনালে গোলের দিক থেকেও মেসিই সবার চেয়ে এগিয়ে। ক্যারিয়ারের ৪৪ ফাইনালে মেসির গোল ৩৫টি। দুইয়ে থাকা পেলে ক্যারিয়ারের সব ফাইনালে করেছেন ৩১ গোল। তিনে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ফাইনালে গোল আছে ২৫টি।

ইএ