অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
দেশে এখন
1

অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সফলভাবে বাস্তবায়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং সরকারের সব কার্যক্রম সফলভাবে সম্পাদনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:

এসময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে বলেন, ‘জাতির কাছে তিনি এমন এক ঐতিহাসিক নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ; যা নতুন ভোটার ও নারী ভোটারসহ জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ, নিরাপত্তা, গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং গণতান্ত্রিক উৎসবে রূপ নেবে।’

নির্বাচনকে লক্ষ্য রেখে সেনাপ্রধানকে সকল বাহিনীর সমন্বয়ে একটি নির্বিঘ্ন কমান্ড কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

এসএস