অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই: সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ৬৯ মিনিটে বাংলাদেশের হয়ে মধুর প্রতিশোধের শুরুটা করে ফাহমিদুল ইসলাম। ডি বক্সের বাইরে থেকে ফাহমিদুল ইসলামের লম্বা শট সরাসরি গোলরক্ষককে ভেদ করে জাল কাপালে বাংলাদেশ মাতে আনন্দে।

এরপর মজিবুর রহমান জনির গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে সুযোগকে কাজে লাগিয়ে মোহসিনের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।

আরও পড়ুন:

বাংলাদেশের গোল উতসবে উপলক্ষ হয়েছেন বাংলা অধিনায়ক নিজেও। শেখ মোরসালিনের পা থেকে হওয়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ দল। 

তবে যোগ করা অতিরিক্ত সময়ে এক গোলে শোধ করে সিঙ্গাপুর। আসরে ভিয়েতনাম এবং ইয়েমেনের সঙ্গে হেরে আগেই মূর আসর থেকে অনিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

এসএইচ