এমএলএসে মায়ামির বড় হার; শঙ্কায় সাপোর্টার্স শিল্ড জয়ের সুযোগ

ইন্টার মায়ামির বড় হার
ফুটবল
এখন মাঠে
0

মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগোর কাছে ৫-৩ গোলে হেরেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। এতে টানা দ্বিতীয় এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কা জেগেছে।

ম্যাচের ৩১ মিনিটেই ২ গোলের লিড নেয় শিকাগো। এরপর ৩৯ মিনিটে ইন্টার মায়ামির হয়ে একটি গোল শোধ করেন আভিলেস। তবে প্রথমার্ধেই আরও একটি গোল করে ৩-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শিকাগো। 

দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের জোড়া গোলে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। তবে ৮০ মিনিটের পর আরও দুইটি গোল করে জয় নিশ্চিত করে শিকাগো।

আরও পড়ুন:

এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সুযোগ প্রায় শেষ মেসির দলের। ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতে যাবে। 

৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট, ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি।

এসএইচ