জমে উঠেছে সিরি আ; শীর্ষ তিন দলের শিরোপার লড়াই

সিরি আ ট্রফি
ফুটবল
এখন মাঠে
0

সময়ের সঙ্গে আরও জমজমাট হচ্ছে ইতালিয়ান লিগ সিরি আ’র শিরোপা লড়াই। একের পর এক বদলাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের অবস্থান।

গত রাউন্ডে তিন দিনে তিনবার শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। আর সবশেষ রোববারের (১৪ ডিসেম্বর) ম্যাচগুলোতে নাটক আরও বেড়েছে। ঘরের মাঠে সাস্সুয়োলোর সঙ্গে ২-২ ড্র করে হোঁচট খায় এসি মিলান।

আরও পড়ুন:

একই দিন উদিনেসের মাঠে ১-০ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। এ সুযোগ কাজে লাগায় ইন্টার মিলান। জেনোয়ার বিপক্ষে জয়ে টানা তৃতীয় লিগ ম্যাচ জিতে আবারও শীর্ষস্থান দখল করে নেয় তারা।

১৫তম রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় এসি মিলান, আর তিন নম্বরে নাপোলি।

এসএইচ