৬ বছর পর এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণ

আর্চার আবদুর রহমান আলিফ
অন্য সব খেলা
এখন মাঠে
0

এশিয়া কাপে দীর্ঘ ৬ বছর পর স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আবদুর রহমান আলিফের হাত ধরে এমন সাফল্য পেল দেশ। আজ (শুক্রবার, ২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানি আর্চার মিয়াতা গাকুতোর বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে জয়ী হন তিনি।

ম্যাচের প্রথম সেটে আলিফ ২৮ স্কোর করলে এক পয়েন্ট পিছিয়ে থেকে সেট হেরে যান গাকুতো। দ্বিতীয় সেটে আলিফের ২৯ স্কোরে জাপানি আর্চার আবারো এক পয়েন্টে পিছিয়ে পড়লে আলিফের স্বর্ণ জয়ের সম্ভাবনা বেড়ে যায়।

কিন্তু আলিফ এরপর তৃতীয় ও চতুর্থ সেটে হেরে বসেন। তৃতীয় ও চতুর্থ সেটে মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ দুই সেটেই ১ পয়েন্টে পিছিয়ে থাকেন। এর ফলে দু’জনের সেট পয়েন্ট দাঁড়ায় ৪-৪।

তবে আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করলে মিয়াতা জবাব দিতে পারেননি, স্কোর করেন ২৬ পয়েন্ট। আর এতেই ৬-৪ সেট পয়েন্টে স্বর্ণ জয় নিশ্চিত হয় বাংলাদেশের আলিফের।

এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেকবারই খেলেছেন আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনো কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে।

এসএইচ