উইম্বলডনে নারী এককে মুখোমুখি ইগা ও আমান্ডা

ইগা সোয়ানতেক ও আমান্ডা অ্যানিসিমোভা
অন্য সব খেলা
এখন মাঠে
0

উইম্বলডনের সেন্টার কোর্টে আজ (শনিবার, ১২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় বসতে যাচ্ছে মর্যাদার লড়াই। নারী এককে মুখোমুখি হচ্ছেন বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ইগা সোয়ানতেক ও চমক জাগানো আমেরিকান তারকা আমান্ডা অ্যানিসিমোভা।

চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সোয়ানতেক এবার প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে।

অন্যদিকে, ২৩ বছর বয়সী অ্যানিসিমোভা রীতিমতো চমক দেখিয়ে পৌঁছেছেন জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে।

এর আগে সেমিফাইনালে হারিয়েছেন শক্তিশালী প্রতিপক্ষ সাবালেঙ্কাকে। সোয়ানতেক যেখানে অভিজ্ঞতা, স্নায়ু ও ধারাবাহিকতার প্রতিচ্ছবি, অ্যানিসিমোভা সেখানে তারুণ্যের উচ্ছ্বাস আর ভয়হীন আক্রমণাত্মক টেনিসের প্রতীক।

একজন চায় উইম্বলডন জয় করে ক্যারিয়ারে নতুন পালক যোগ করতে, আরেকজন স্বপ্ন দেখছেন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করার।

সেজু