উইম্বলডন ফাইনালে মুখোমুখি সিনার-আলকারাজ

ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ
অন্য সব খেলা
এখন মাঠে
0

উইম্বলডনের ব্লকবাস্টার ফাইনাল আজ। পুরুষ এককে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছেন টেনিসের শীর্ষ দুই বাছাই ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (রোববার, ১৩ জুলাই) রাত ৯টায়।

ফেদেরার-নাদাল যুগ ছাড়িয়ে টেনিস বিশ্ব প্রবেশ করেছে সিনকারাজ যুগে। দু’জন মিলে লিখছেন টেনিসের নতুন ইতিহাস। সিনকারাজ দ্বৈরথ তাই বিশেষ কিছু। 

যদিও সবশেষ দুই উইম্বলডনের চ্যাম্পিয়ন আলকারাজ এগিয়ে আছেন মুখোমুখি পরিসংখ্যানে। এ আসরের আগে গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে দু’জন মুখোমুখি হয়েছিলেন চারবার। এর মধ্যে তিনবারই জিতেছেন স্প্যানিশ তারকা আলকারাজ। 

২০২১ সাল থেকে দু’জনের মুখোমুখি হওয়া ১২ ম্যাচেও ৮-৪ ব্যবধানে এগিয়ে আলকারাজ। কাগজ-কলমের এমন হিসাব দেখে হয়তো একপেশে লড়াইয়ের কথা ভাবতে পারেন অনেকে। তবে আলকারাজকে ছাড়িয়ে প্রথম ইতালিয়ান হিসেবে এটিপি র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইয়ানিক সিনার। 

গেলো মাসেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দু’জন। ৫ সেট আর ৫ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে শেষমেশ জিতেছিলেন আলকারাজই। আরও একবার দু’জনের আকর্ষণীয় লড়াই দেখতে মুখিয়ে গোটা টেনিস দুনিয়া।

এসএইচ