দল ঘোষণার পর পরই স্থগিত কাবাডি বিশ্বকাপ!

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন
অন্য সব খেলা
এখন মাঠে
0

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণার এক ঘণ্টা পরেই ভারত থেকে আসে বিশ্বকাপ স্থগিতের ঘোষণা! বিশ্বকাপ স্থগিত হলেও তারুণ্যের উৎসবকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ এছাড়াও চূড়ান্ত হয়েছে ২০২৫-২৬ সালের ক্রীড়াপুঞ্জি।

সংবাদ সম্মেলন শেষ হয় দুপুর আড়াইটায়। তার কিছুক্ষণ পরই কাবাডি ফেডারেশনে আসে ভারতীয় আয়োজকদের বার্তা— ৩ থেকে ১৩ আগস্ট হায়দ্রাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত। মূলত অংশগ্রহণকারী দেশগুলোর কন্টিনজেন্ট তালিকা যথাসময়ে মন্ত্রণালয়ে জমা না পড়ায় ছাড়পত্র দিতে বিলম্ব হওয়ায় হবেনা বিশ্বকাপ।

বিশ্বকাপ স্থগিত হলেও সংবাদ সম্মেলনে ছিল জাতীয় কাবাডির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছিল নানা আলোচনা। বাংলাদেশ কাবাডি ফেডারেশন ২০২৫-২৬ মৌসুমের জন্য তাদের বর্ষপঞ্জিকা প্রকাশ করেছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ আমরা জোনভিত্তিক শুরু করতে চাচ্ছি। আমরা আমা করছি ৬৪টি জেলাই অংশগ্রহণ করবে। এর মধ্যে ৪৩টি জেলা থেকে নারী দলও আসছে। ওনারাও অংশগ্রহণ করবেন। আমরা জোন হিসেবে খেলি। সে হিসেবে আমরা নদীর নামে জোনগুলো করি।’

গোপালগঞ্জে তৈরি হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ কাবাডি কমপ্লেক্স। যেখানে থাকবে একাডেমিক কার্যক্রম, বয়সভিত্তিক প্রশিক্ষণ, জাতীয় নারী-পুরুষ দলের অনুশীলন সুবিধাসহ আর ও অনেক কিছু।

এস এম নেওয়াজ সোহাগ বলেন, জিমনেশিয়াম বলতে ইনডোরের মতো আছে। সুইমিং পুল আছে, যদিও আমাদের সেটি তৈরি করতে হবে। অন্যান্য গ্রাউন্ড আছে, দুটো ব্ড় বড় মাঠ আছে। সবকিছু মিলে আমরা একটা পরিকল্পনা করছি। সেটাও আপনাদের জানাবো।’

প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়দের মাসিক বেতনের আওতায় আনছে ফেডারেশন। পাশাপাশি, খেলোয়াড়দের জন্য পপুলার লাইফ ইনস্যুরেন্সের মাধ্যমে ইনজুরি ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সহায়তা চালু করা হয়েছে।

এএইচ