বিএনপি জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কুক্ষিগত করতে চায় না: আমির খসরু

চট্টগ্রাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের কৃতিত্ব যেমন শেখ হাসিনা ও তার পরিবার কুক্ষিগত করেছে সেভাবে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব বিএনপি কুক্ষিগত করতে চায় না, এ অভ্যুত্থানকে বিএনপি সমগ্র জাতির অর্জন হিসেবেই দেখাতে চায়। আজ (শনিবার, ২৬ জুলাই) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে পেশাজীবীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন একটি দলকে ইঙ্গিত করে বলেন, ‘৯৬ তে স্বৈরাচারদের সঙ্গে আঁতাতের ইতিহাস কোন দলের তা সবাই জানে।’ 

এসময় দলটির অঢেল সম্পদ আর টাকা পয়সা কীভাবে অর্জিত হলো সে বিষয়েও জানতে চান তিনি। পরে আমির খসরু তার বক্তব্যে গেলো ১৬ বছরে জাতীয়তাবাদী শক্তির আন্দোলন ও ত্যাগ যেন জুলাই আলোচনায় ঢাকা পরে না যায় সে নির্দেশনা দেন। 

তিনি বলেন, ‘জুলাই আমরা ধারণ করি, আমরা অবশ্যই এ নিয়ে আলোচনা করবো। তবে এ আন্দোলনের প্রেক্ষাপট যেভাবে গেলো ১৬ বছর ধরে তৈরি হয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি যে ত্যাগের মাধ্যমে আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে সেটিও আলোচনায় রাখতে হবে।’ 

এসময় আন্দোলনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি এবং তারেক রহমানকে আন্দোলনের মূল নায়ক বলেও অভিহিত করেন তিনি।

এসএইচ