জাতীয় বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণের জন্য লড়েছেন জিনাত ফেরদৌস ও আফরা খন্দকার। রিংয়ে খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও আনসারের সদস্যদের মাঝে শুরু হয় উন্মাদনা।
২১ বছর বয়সী আফরা শুরু থেকেই খেলেছেন রক্ষণাত্মক কৌশলে বিপরীতে একত্রিশে পদার্পণ করা জিনাত ছিলেন আগ্রাসী মেজাজে।
বাংলাদেশের স্থানীয় বক্সারদের থেকে বেশ এগিয়ে থাকা জিনাতের বিপক্ষে আফরা হারবেন সেটা অনুমেয়ই ছিল। তবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও তিন রাউন্ড শেষ করেছেন আফরা।