কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন পেত্রা কেভিতোভা। তবে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতেই নাম লিখিয়েছিলেন ইউএস ওপেনে। যদিও শেষটা মোটেই সুখকর হয়নি তার।
ডিয়ানে পেরির কাছে ৬-১, ৬-০ ব্যবধানে সরাসরি সেটে হেরে যান কেভিতোভা। এরপরেই কান্নাভেজা চোখে ১৯ বছরের টেনিস ক্যারিয়ারকে বিদায় জানান এই চেক নারী।
প্রায় দুই দশকের পথচলায় ৩১টি এটিপি সিঙ্গেলস জিতেছেন। ছিল ২০১১ এবং ২০১৪ সালের উইম্বলডন শিরোপা। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে নিজ দেশের হয়ে ব্রোঞ্জ পদক জেতেন কেভিতোভা।