এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর হচ্ছে ৮ নভেম্বর

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ
অন্য সব খেলা
এখন মাঠে
0

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ৮ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ আসর।

এবারের আসরে এশিয়ার ৩০ দেশ থেকে মোট ২০৯ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক এ আসরটির উদ্বোধনের আগে আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হয়েছে সংবাদ সম্মেলন।

আরও পড়ুন:

যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ড. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক তানভির আহমেদ, লোকাল অরগানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন চপল, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আর্চারিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন বক্তারা

এফএস