শিক্ষার্থীদের অধিকার আদায়ে এক টেবিলে চবির সব ছাত্র সংগঠন
শিক্ষার্থীদের অধিকার আদায়ে ‘এক টেবিলে’ বসার নজির স্থাপন করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ছাত্র সংগঠন। ৩৫ বছর ধরে না হওয়া ছাত্র সংসদ নির্বাচন আগামী জুনের মধ্যে করাসহ নানা দাবিতে একমত হয়েছেন ছাত্র নেতারা। হল দখল, আধিপত্য বিস্তার কিংবা অন্তর্কোন্দলে জড়িয়ে শিরোনাম হওয়া ছাত্র সংগঠনগুলোর ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র-শিক্ষকরাও।