প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, শিক্ষার্থীরা যখন মনোনয়ন ফরম নিবেন তখন ডোপ টেস্ট করানোর জন্য একটি কার্ড প্রদান করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে টেস্টের জন্য নমুনা দিয়ে আসবেন তারা। ডোপ টেস্টের ফি প্রার্থীকেই বহন করতে হবে। ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসলে প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানানো হয়।
এছাড়াও কমিশনের বিধিমালায় বলা হয়েছে, মনোনোয়ন ফরম সংগ্রহ ও জমা দানের সময় মিছিল বা সমাবেশ করা যাবেনা। ক্যাম্পাসে নির্বাচনী সমাবেশের জন্য মঞ্চ তৈরি করতে হলে ২৪ ঘণ্টা আগে কমিশনকে জানাতে হবে। কোনো ধরণের নির্বাচনী আচরণ ভঙ্গ হলে ২০ হাজার টাকা জরিমানা, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলেরও বিধানও রাখা হয়েছে।
আরও পড়ুন:
এ বিধিমালা নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত কার্যকর থাকবে। নির্বাচন চলাকালীন সময়ে এ বিধিমালা সবাইকে মেনে চলতে হবে বলেও নির্দেশনা দেয়া হয়।
এর আগে গত (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র নেওয়া যাবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এটি প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।