চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ: প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার সাইফুল ইসলামের পদত্যাগের দাবি জানিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন। তারা নেতাকর্মীদের নিয়ে কটূক্তি, দলীয় পক্ষপাত ও চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন।

গতকাল (মঙ্গলবার, ২৬ আগস্ট) ছাত্রদল তাদের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রক্টর ও রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের সময় নিরপেক্ষ আচরণ করছেন না। প্রক্টর বিশেষ কোনো ছাত্রসংগঠনকে সুবিধা দিচ্ছেন, অন্য সংগঠনগুলোর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন এবং নিজের পছন্দের সংগঠনের নেতাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘প্রক্টর ও রেজিস্ট্রারের জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। চাকসু নির্বাচন সামনে রেখে তাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে।’

সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অভিযোগ করেন, প্রক্টর বিভিন্ন স্থানে জামায়াত-শিবির সংক্রান্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং হল প্রতিনিধির নিয়োগেও পক্ষপাত দেখা গেছে। ছাত্রদল হুঁশিয়ারি দিয়েছেন, নির্দিষ্ট পদক্ষেপ না নিলে ক্যাম্পাসে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে।

ইএ