নিহতদের মধ্যে একজন ছুরিকাঘাতে ও অপরজন স্কুটারে থাকা অবস্থায় গাড়ির ধাক্কায় মারা গেছেন বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। শনিবার (৩১ মে) রাতে খেলার পর প্যারিসের রাস্তায় ৫ হাজারের বেশি পুলিশ নামিয়েও ভক্ত-সমর্থকদের উন্মাদনা সামাল দেয়া যায়নি।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কঠোর হয়ে আটক অভিযান শুরু করে। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, এ ঘটনায় ৫৫০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।