একইসঙ্গে মাছ এবং সবজি চাষ করা যায় সর্জন পদ্ধতিতে যা পরিবেশবান্ধব এবং টেকসই। এ পদ্ধতিতে সবজি চাষ করলে, বৃষ্টি বা বন্যার পানি জমে থাকা এবং গাছের গোঁড়ায় পচন রোগ হওয়ার সম্ভাবনা কম। অল্প জমিতে লাভ হয় বেশি।
নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের কৃষক লিটন হোসেন। এক ফসলি জমিতে এ পদ্ধতিতে সবজি চাষে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
দুই বিঘা জমিতে লাউ চাষে ৭০ হাজার টাকা ব্যয়ে চার মাসে আয় আসবে অন্তত দেড় লাখ। এ পর্যন্ত বিক্রি করেছেন অন্তত ৯০ হাজার টাকার লাউ। পাশাপাশি মাছ ও পেঁপে চাষেও করছেন বাড়তি আয়।
আরও পড়ুন:
কৃষকেরা জানান, এ পদ্ধতিতে চাষ করে তারা এক ফসলি জমি থেকে তিন ফসল চাষ করতে পারেন। ৭০ হাজার টাকা দিয়ে মাচা তৈরি করে দেড় লাখ টাকার ফসল উৎপাদন করতে পারছেন তারা।
এছাড়া ফেরোমেন ফাঁদ ব্যবহারে বিষমুক্ত সবজি চাষে কম খরচে বেশি লাভ হওয়ায় ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছে কৃষকরা।
কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শে এ পদ্ধতিতে চাষাবাদে সফল হচ্ছেন কৃষক বলে জানান এ কর্মকর্তা ।
নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে মঙ্গলপুর গ্রামের কৃষক লিটন সবজি এবং মাছ চাষ করে সফল হয়েছেন। এলাকার অনেক চাষিরা এখন এ পদ্ধতিতে চাষ করার আগ্রহ পোষন করছেন।’