সংবাদ সম্মেলনে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘শিক্ষার্থীদের দাবির ও পরামর্শের ভিত্তিতে রাকসু, সিনেট ও হল সংসদে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবে। এজন্য তাদের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের জন্য একদিন সময় বাড়ানো হয়েছে। আগামীকাল ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন ফরম উত্তোলন।’
আরও পড়ুন:
এসময় রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে, সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা ২০২৪-২৫ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর ঠিক রেখে তফসিল পুনর্বিন্যাস করেছি। আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সকলের সহযোগিতা পাবো।’
এ পর্যন্ত তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে ছয়বার এবং নির্বাচনের তারিখ পেছানো হয়েছে দুইবার। এখন পর্যন্ত বিভিন্ন পদে ৪১৫ জন, রাকসুতে ৩৩৯ জন, সিনেটে ৭৬ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছে।