নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে ৫-৬ টাকা

নওগাঁয় বিক্রির জন্য রাখা ধান
বাজার , শস্য
কৃষি
0

শস্য ভাণ্ডার খ্যাত উত্তরে জেলা নওগাঁ ইরি-বোরো ধানের ভরা মৌসুম। কিন্তু তারপরও দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে পাইকারিতে কেজিতে ৩-৪ টাকা এবং খুচরা পর্যায়ে কেজিতে ৫-৬ টাকা পর্যন্ত। চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

নওগাঁ পৌর খুচরা চাল বাজার সূত্রে জানা যায়, কেজিতে ৫-৬ টাকা বেড়েছে মোটা জাতের চাল স্বর্ণা-৫: ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সরু চাল কাটারিভোগ ও জিরাশাইল ৭৮-৮০ টাকা, ব্রি-৪৯: ৬৮-৭০ টাকা এবং ব্রি ৫৮: ৬০-৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নওগাঁর হাট-বাজারে বেড়েছে ইরি-বোরো মৌসুমের ধানের দাম। গত এক মাসে কাটারিভোগ ও জিরাশাইল ধানের দাম মনে ১০০-১৫০ টাকা বেড়ে ১৪৫০-১৫৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্য ধানের দামও বেড়েছে।

ধানের দাম বাড়ায় চালের বাজারে প্রভাব পড়েছে। ধানের ভরা মৌসুমেও খুচরা বাজারের চালের সংকট তৈরি হয়েছে। হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুদ্র ক্রেতারা। এদিকে চালকল মালিকদের সিন্ডিকেট বলে মনে করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

ইরি-বোরো কাটা-মাড়াইয়ের মাঝামাঝি সময়ে বৈরি আবহাওয়ায় ধানের রং ও গুনগতমান কিছুটা নষ্ট হয়। ধানের চাহিদা বাড়ায় গত দুই সপ্তাহের ব্যবধানে ধানের দাম মনে ১০০-১৫০ টাকা বেড়েছে। তবে কর্পোরেট ব্যবসায়ীরা নিজেদের মতো চালের দাম নিয়ন্ত্রণ করায় চালের দাম বেড়েছে বলে দাবী করেন চালকল মালিক সমিতির এ নেতা।

এএইচ