ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন

ময়মনসিংহে প্রতীকী ম্যারাথন
এখন জনপদে
0

সারাদেশের মতো ময়মনসিংহেও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন দৌড়। নগরীর টাউনহলের জুলাই চত্বরে অংশ নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাসহ কয়েকশ’ প্রতিযোগী।

আজ (শুক্রবার, ১৮ জুলাই) সকাল ৮টায় তিন ধাপে শুরু হয় ম্যারাথন। প্রথম ধাপে সংক্ষিপ্ত দৌড়ে অংশ নেয় জুলাই যোদ্ধাসহ আহতরা। পরে শুরু হয় দৌড়বিদদের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম।

ম্যারাথনে অংশ নেয়া প্রতিযোগীরা জানান, শরীরকে সুস্থ এবং ফিট রাখতে সবার নিয়মিত হাঁটা এবং দৌড়ানো প্রয়োজন। এতে মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতি থেকেও মুক্তি মিলবে যুবসমাজের।

ময়মনসিংহ জলা প্রশাসক এখন টিভিকে বলেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আহত জুলাই যোদ্ধা ও পরিবারগুলোর মধ্যে মানসিকভাবে বিষণ্ণতা এবং অবসাদ ভর করেছে। তাই এমন আয়োজনের মাধ্যমে জুলাইয়ের যে চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তা গতি পাবে। এছাড়া সবাইকে সুস্থ থাকতে শারীরিক ব্যায়াম, হাটাহাটি এবং ম্যারাথনের মতো ব্যায়ামের বিকল্প নেই।’

এছাড়া পুরস্কার নিতে এসে বিজয় দের মধ্যে ছিল উচ্ছ্বাস। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজনের তাগিদ দেন প্রতিযোগীরা।

এসএস