সরবরাহ কমায় দামের প্রভাব পড়েছে বাজারে, দিন শেষে খড়ক ভোক্তাদের। ময়মনসিংহে বাজারে সপ্তাহের ব্যবধানে সরবরাহ কমায় সব ধরনের সবজিতে খুচরা পর্যায়ে কেজিতে দাম বেশি ৫ থেকে ১০ টাকা।
তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা।
এছাড়া বেড়েছে শশা, বেগুন, কড়লা, ঢেঁড়সসহ, টমেটো, পেঁপেসহ অধিকাংশ সজবির দাম। বাজারে আজ ঢেঁড়স ৪০টাকা কেজি, কাঁচামরিচ ২০০ থেকে ২৪০, বেগুন ৮০, কড়লা ৬০, ঢেঁড়স ৫০, কাঁকরোল ৬০, টাকা কেজি বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে কৃষকের ফলন কমে গেছে, পচে গেছে বিভিন্ন সবজি। বেশি দামে কিনতে হয় বলে জানান বিক্রেতারা।