এছাড়া সাতক্ষীরার সীমান্ত এলাকার কাঁচা রাস্তা সংস্কার, লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপন, অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক বন্ধ, চিকিৎসা সেবার মান উন্নয়ন, শহরে যানজট নিরসনে বিনেরপোতা-সুপারিঘাটা পর্যন্ত আলাদা বাইপাস সড়ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বেতনা নদীকে গতিশীল করতে ড্রেজিং ব্যবস্থা অব্যাহত রাখা, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আরো তৎপর হওয়াসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।
আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মুশফিক আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা বিএনপির নব কমিটির আহ্বায়ক মো. রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসারগণ, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুর সাত্তার প্রমুখ।