অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে বাল্যবিবাহ বন্ধ, যৌন নিপীড়নসহ নারী নির্যাতন প্রতিরোধ ও বৈষম্য নিরসনে লোকগীতি এবং পথনাটকের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় শিশুদের নিয়মিত বিদ্যালয়ের প্রেরণ এবং নারী স্বাস্থ্য ও সামাজিক সচেতনতায় নানা পরামর্শ দেয়া হয় গানের মাধ্যমে।
অনুষ্ঠানে নারী প্রগতি সংঘ ও স্থানীয় শিল্পীগোষ্ঠীদের সাথে নিয়ে সমতার অধিকার নাট্যমঞ্চায়ন করেন সংস্কৃতিকর্মী জুয়েল রানা। এছাড়াও লোকগীতি পরিবেশন করেন বাউল শিল্পী গোলাম মাওলা।
এ সময় অন্যের মাঝে উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘের নেত্রকোণা কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মাহমুদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসাদ ইবনে মিজান, সহকারী শিক্ষক আবুল কুদ্দুস, কমিউনিটি ফোরাম সভাপতি ফেরদৌস আহমেদ, কুনিয়া কমিউনিটি ফোরাম সভাপতি কামাল হোসেন।
এদিকে লোকগীতি ও পথনাটক দেখতে দুপুর থেকেই গ্রামের নারীরা ও স্কুল শিক্ষার্থীরা ভিড় করেন স্কুল মাঠে। প্রায় কয়েক ঘণ্টাব্যাপী চলা লোকগীতি এবং পথনাটকে সামাজিক নিরাপত্তা, পরিবেশ পরিবেশ প্রতিবেশী রক্ষাসহ নারী অধিকারের নিশ্চিতের বিষয়বস্তু তুলে ধরেন। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামীণ জনপদে নারীর বৈষম্য অনেকটাই দূরীকরণ হবে।