নাটোরে ১৭৫ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য ও তার সহযোগী আটক

এখন জনপদে
0

নাটোরে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল উজ্জ্বল হোসেন ও তার সহযোগি মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নাটোর সদরের জংলি এলাকা থেকে তাদের আটক করা হয়। মাদকসহ নানা অপরাধে সম্প্রতি সময়ে নাটোর সদর থেকে বরখাস্ত হয় কনস্টেবল উজ্জ্বল হোসেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এসময় জংলি আদর্শ গ্রামের হাবিবুর রহমানের বাড়ির সামনে সাবেক পুলিশ সদস্য উজ্জ্বল হোসেন ও তার সহযোগি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল।

এসময় ডিবি পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি করে উজ্জ্বল হোসেনের কাছ থেকে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনা সদর থানায় একটি মাদক দায়ের করা হয়েছে।

সেজু