নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নোয়াখালী
এখন জনপদে
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় কিরিচ ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগরের হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বসুরহাট বাজারে ব্যবসা করি। রাতে দোকান থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমাদের বাসার গেট খোলা থাকে। ওই সুযোগে ডাকাত দলের সদস্যরা আগে বাড়িতে ঢুকে লুকিয়ে থাকে। সোমবার রাত ২টার দিকে ৫-৬ জনের ডাকাতদল যন্ত্রপাতি দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে।’

তিনি বলেন, ‘একপর্যায়ে আমাকে এবং আমার মেয়েকে মাথায় কিরিচ ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় তারা ঘরের আলমারিতে রক্ষিত নগদ ৬৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা বাড়ির আরো দুটি ঘরে ঢুকতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ