মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে আদালতের সামনে শিক্ষার্থীদের অবস্থান

এখন জনপদে
0

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির দাবি ও নারীর প্রতি সহিংসতা রোধে ফুঁসে উঠেছে সারাদেশ। বিভিন্ন পেশার মানুষ বিক্ষোভ-প্রতিবাদ মিছিলের মাধ্যমে দাবি আদায়ে সোচ্চার হয়ে উঠেছেন। এদিকে, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি ৩ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড দেয়া হয়।

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে সকাল থেকে মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান। প্রায় ৩ ঘণ্টা আদালত প্রাঙ্গণের সামনের সড়ক অবরোধ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।

সকালে মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যরাও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়।

শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর ও প্যারিস রোডে বিক্ষোভে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

১৫ দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ৩ দফা দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রায় ২ ঘণ্টার অবরোধে থমকে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

শিশু ধর্ষণের প্রতিবাদ ও সারাদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহের টাউনহল মোড়ে বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের একটি মিছিল আদালত প্রাঙ্গণে শেষ হয়। এ সময় ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।

নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়ে শিশু ধর্ষণে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

এদিকে, টাঙ্গাইলে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে টাঙ্গাইল টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা। সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নেন। এছাড়া সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের রিমান্ড শুনানির জন্য সোমবার গভীর রাতে আদালতে তোলা হয়। শুনানি শেষে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত হিটু শেখকে ৭ দিন এবং বাকি ৩ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এএইচ