কুষ্টিয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া মডেল থানা
এখন জনপদে
অপরাধ
0

কুষ্টিয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন হলেন আকাশ (২০) ও হৃদয় হোসেন (২৬)। আকাশ জেলার মিরপুর উপজেলার তেঘরিয়া মাঝপাড়া এলাকার এনামুল মৃধার এবং হৃদয় হোসেন একই এলাকার মতিয়ার রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এ মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আসামী আকাশ ও হৃদয়ের সঙ্গে তরুণীর আগে থেকে পরিচয় ছিল। সে সুবাদে রোববার সকালে তারা একটি মোটরসাইকেল যোগে ওই তরুণীর বাড়ির সামনে আসেন। এসময় ওই তরুণী তাদের মোটরসাইকেলে ঘুরতে চাইলে তারা মোটরসাইকেলে নিয়ে ঘুরতে যায়। সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়া সদর থানার ঝালুপাড়া জগতি আরমান গেট সংলগ্ন পশ্চিম পাশে হাসেম শেখের আখ ক্ষেতের মধ্যে নিয়ে যায়।

এ সময় একপর্যায়ে এক নম্বর আসামি আকাশ তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর দুই নম্বর আসামি হৃদয়ও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর ভাই বাদী হয়ে রোববার বিকেলে আকাশ ও হৃদয়ের নামে থানায় ধর্ষণ মামলা করেন। রাতে জগতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, দুই যুবকের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ইএ