রাজশাহীতে ইফতার অনুষ্ঠানে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ, নিহত এক

এখন জনপদে
0

রাজশাহীর তানোরে ইফতার মাহফিলের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত গানিউল ইসলাম নামের এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১২ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গতকাল (মঙ্গলবার, ১১ মার্চ) হাসপাতালে ভর্তির পরে আজ রামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

নিহত গানিউল ইসলাম তানোর উপজেলার মোহনপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন বিএনপির সদস্য।

মূলত গতকাল বিকেলে ইফতার মাহফিলের পূর্বে উপজেলার কৃষ্ণপুর মোড়ে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজার অনুসারীদের সাথে ওই ইউনিয়নের সাবেক সভাপতি মোমিন গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ সময় বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমানের অনুসারী নেতাকর্মীরা সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিন ও তার বড় ভাই গানিউলের উপর হামলা চালায়। এতে গানিউল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হতে থাকলে বুধবার দুপুরে তিনি মারা যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, 'মৃত গানিউল ইসলাম নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। জরুরি বিভাগ শেষে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন।'

এসএস