শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে মুক্ত মঞ্চের সামনে পৌর বিএনপির নেতা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন তুষার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল কান্তি বিশ্বাস, সরওয়ার জামান, চনুমং মারমা, সেলিম রেজা, মো. শফি উল্লাহ শফি সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে কালাঘাটা ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলাকারী আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) রাত তিনটার দিকে বান্দরবান শহরের কালাঘাটা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা।