শেরপুরে ভারতীয় শাড়ি ও শার্টের কাপড় জব্দ

এখন জনপদে
0

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মজুত করে রাখা ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ শার্টের কাপড় জব্দ করেছে বিজিবি।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকেল ৫ টায় সাংবাদিকদের এসব তথ্য জানান হলদিগ্রাম বিজিবি ক্যাম্প। এর আগে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ধারাপানী এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ঝিনাইগাতীর ধারাপানী এলাকার আক্তারের বাড়িতে অভিযান চালায়। এসময় মজুত রাখা ভারতীয় ২০০ পিস শাড়ি ও ৭৮টি বান্ডিলে মোট ৯ হাজার ৩৬০ গজ শার্টের কাপড় জব্দ করা হয়।

এবিষয়ে হলদিগ্রাম বিজিবির নায়েব সুবেদার আতিয়ার রহমান বলেন, 'জব্দকৃত পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি বিজিবি। এছাড়া সীমান্তে চোরাচালানরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।'

সেজু