পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ত্রিশাল থেকে নান্দাইলগামী একটি সিএনজি বালিপাড়া রোডের শেখ বাজার মোড়ে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হন। নিহত একজনের নাম নিলুফা (৩২) ও অপরজনের নাম কবির।
নিহত অনুফা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেংগারপাড়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী। কবিরের (১৭) বাড়ি নান্দাইল উপজেলার ভাটি পাচানী গ্রামে। তার পিতার নাম মোসলেম উদ্দিন।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরো এক যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।