ময়মনসিংহে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

ময়মনসিংহ
মৃত দুইজনের মরদেহ
অপরাধ
এখন জনপদে
0

ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠের সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরের মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭) ও রাকিব মিয়া (২৫)।

কোতয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জিলা স্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পেছনে সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে প্রথমে রাকিব তার কাটে।

আরও পড়ুন:

পরে সেটি নামানোর সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় বন্ধু হৃদয় তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসএস