সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফাউন্ডেশনের আহ্বানে এই মিছিলে অংশ নেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়া সাধারণ মুসল্লীরাও অংশ নেন বিক্ষোভে। জুম্মার নামাজের পর বেলা আড়াইটার দিকে শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি।
এরপর পাঁচমাথা হয়ে শেরে বাংলা সড়ক, জিআরপি মোড়, জিকরুল হক সড়ক প্রদক্ষিণ করে আবারো পাঁচমাথায় এসে শেষ হয়। এ সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিতে দেখা যায়। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর কুশ পুত্তলিকা ভাঙা হয়।
মিছিল শেষে বক্তারা বলেন ফিলিস্তিনের ওপর যে গণহত্যা চালাচ্ছে ইসরাইল তো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে এই হত্যা বন্ধের আহ্বান জানান তারা।
দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে মুসলিম বিশ্বের কাছে আহ্বান জানানো হয়। সেই সাথে সব ধরনের ইহুদি ও পশ্চিমা পণ্য বয়কটের ঘোষণা দেন মুসল্লীরা।