সিংগাইরে অবৈধ ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মানিকগঞ্জ
সিংগাইরে অবৈধ তিন ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
এখন জনপদে
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) বিকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অবৈধ ইট ভাটাগুলো হলো—সিংগাইর উপজেলার রামকান্তপুর এলাকার মেসার্স রাকমান ব্রিকস, মেসার্স সফুর ব্রিকস এবং আটকুড়িয়া এলাকার মেসার্স এ এম সি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আইন অমান্য করে পরিচালিত এসব ইট ভাটাগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এসব ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠেছিল। তাই আজ তিনটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও প্রসিকিউটর মনোয়ারুল ইসলাম, র‌্যাব-৪, বাংলাদেশ সেনাবাহিনী ও মানিকগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।

এএইচ