আন্দোলন চলাকালে সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়ার বিষয়কে মাথায় রেখেই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে দেশবাসী বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। ৯ জুলাই অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
পরে এ নিয়ে রাত ৯টার দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।’
আজ (শুক্রবার, ১৮ জুলাই) বিনামূল্যে এই ইন্টারনেট সেবা পেতে হলে প্রত্যেক গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
গ্রামীণফোন ব্যবহারকারীরা ডায়াল করবেন *১২১*১৮০৭#
রবি ব্যবহারকারীদের ক্ষেত্রে *৪*১৮০৭# ডায়াল করতে হবে
এভাবে বাংলালিংক ব্যবহারকারীরা *১২১*১৮০৭# ডায়াল করে ফ্রি ইন্টারনেট সেবা নিতে পারবেন
টেলিটক ব্যবহারকারীদের ক্ষেত্রে ডায়াল করতে হবে *১১১*১৮০৭#
এই কোড ডায়াল করলেই গ্রাহকরা নির্ধারিত ফ্রি ডেটা সংগ্রহ করতে পারবেন।