হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শুক্রবার ভোররাতে পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝায় একটি ট্রাক রংপুরের উদ্দেশে যাচ্ছিল।
ট্রাকটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নয়নগাতি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ নিহত হয় ২ জন। আহত হয় আরো ২ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।