সংস্কার করতে আরো কত দিন লাগবে, অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
এখন জনপদে
0

সংস্কার করতে আরো কত দিন লাগবে, অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ১৯ এপ্রিল) দুপুরে নাটোর জিয়া পরিষদের আয়োজনে স্থানীয় অনিমা চৌধুরি অডিটোরিয়ামে স্বাধীনতা সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কিছু উপদেষ্টা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তা বোধ্ধগম্য নয়। এ সরকারের ৭/৮ মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। আপনাদের সংস্কার করতে আরো কত দিন লাগবে।’

রিজভী বলেন, ‘বারবার সংস্কারের কথা বলে নির্বাচনি রোড ম্যাপ পিছিয়ে দেওয়া হচ্ছে। দোদুল্যমান কথা বার্তায় জাতি ইউনূস সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি কখনও অন্যায়কে সাপোর্ট দিচ্ছে না বলেই আজ কেউ কেউ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ তুলে অপপ্রচার করছে। ইতোমধ্যে ৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ শেখ হাসিনা বিগত দিনে যারা অন্যায় করেছে তাদের পুরস্কৃত করেছে।’

নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এমতাজ হোসেনসহ অন্যান্যরা।

এএইচ