হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুর
বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ
এখন জনপদে
0

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দিনাজপুরের হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ (সোমবার, ২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ হলরুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, 'পাট একটি রপ্তানি যোগ্য পণ্য। তাই পাটের উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এরই লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।'

আজকে ১০ জন কৃষকের মাঝে ১ কেজি পাটবীজ, ৫ কেজি ডেব, ৫ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

এছাড়াও এবার এই কর্মসূচির আওতায় দিনাজপুর জেলায় ৬০০ জন কৃষক পাট বীজ পাবেন।

সেজু